রোমাঞ্চকর এক ম্যাচে শেষ পর্যন্ত জয় হার মিশে গেল বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে দুই দল সমান ২১৩ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে সেখানে মাত্র ১ রানে হেরে যায় টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজে এখন ১–১ সমতা।
এর মধ্য দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার টাইয়ের অভিজ্ঞতা পেল বাংলাদেশ।
সুপার ওভারে মুস্তাফিজুর রহমানের ছয় বলে রাদারফোর্ডকে হারিয়ে ১০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকার ও সাইফ হাসান ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান তোলে বাংলাদেশ। ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারালেও সৌম্য সরকার (৪৫), মাহিদুল অঙ্কন (১৭) ও মেহেদী হাসান মিরাজ (৩২*) দলের স্কোর এগিয়ে নেন। তবে ইনিংসের সবচেয়ে আগ্রাসী ছিলেন রিশাদ হোসেন। ১৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুড়াকেশ মোতি ৩ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে শুরুতেই নাসুম আহমেদের স্পিনে ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। তবে আথানজে–কার্টির জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। এরপর রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে আসে বাংলাদেশের হাতে। কিন্তু শেষদিকে অধিনায়ক শাই হোপের অপরাজিত ৫৩ রানে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২১৩ রানেই ইনিংস শেষ হয় তাদের, ফলে ম্যাচটি টাই হয় এবং শেষমেশ সুপার ওভারে গড়ায় নাটকীয় সমাপ্তি।