তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। ফ্রান্স, স্পেন, ইতালি, ব্রিটেন ও পর্তুগালের মতো দেশগুলোতে প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর মধ্যেই পর্তুগালের সমুদ্র উপকূলীয় আকাশে দেখা মিলেছে এক বিরল প্রাকৃতিক দৃশ্য—‘রোল ক্লাউড’ (Roll Cloud)।
রবিবার পর্তুগালের এক সমুদ্রসৈকতের আকাশে এই নলাকার মেঘের দৃশ্য দেখা যায়। আটলান্টিক মহাসাগরের দিক থেকে আসা এই বিরল মেঘকে অনেকেই সুনামি বলে ভুল করেন, যা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স হ্যান্ডেল) ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, সৈকতে শুয়ে থাকা শতাধিক মানুষ বিস্ময়ে তাকিয়ে আছেন আকাশের দিকে, যেখানে বিশাল মেঘের ঢেউ আছড়ে পড়ছে মনে হচ্ছে উপকূলে।
তবে পরিবেশবিদ ও আবহাওয়াবিদরা বিষয়টি পরিষ্কার করেছেন—এটি কোনো সুনামি নয়, বরং একটি বিরল আবহাওয়াজনিত ঘটনা। ইউরো নিউজ জানায়, রোল ক্লাউড সাধারণত গরম ও শুষ্ক বাতাস যখন ঠান্ডা সামুদ্রিক বাতাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখনই তৈরি হয়। এর ফলে আকাশে গড়ানো অবস্থায় একটি অনুভূমিক নলাকৃতি মেঘের সৃষ্টি হয়।
বিশেষজ্ঞদের মতে, এই মেঘ বিশাল এবং অস্বাভাবিক আকারের হলেও এর সঙ্গে কোনো ভূমিকম্প, সুনামি বা জলোচ্ছ্বাসের কোনো সম্পর্ক নেই। তাই এই মেঘ দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই।