ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

bangladesh vs singapore asian cup qualifier

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতীক্ষিত ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন হাজারো দর্শক। টিভি পর্দায় চোখ রাখেন কোটি ফুটবলভক্ত। কিন্তু ম্যাচ শেষে হতাশাই সঙ্গী হয়েছে লাল-সবুজ সমর্থকদের।

হাভিয়ের কাবরেরার শিষ্যরা শুরু থেকেই সিঙ্গাপুরের সঙ্গে পাল্লা দিয়ে খেললেও গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে হ্যারিসের ক্রসে দারুণ ভলিতে গোল করেন সিঙ্গাপুরের সং উই ইয়ং। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইখসান ফান্দি।

তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭ মিনিটে রাকিব হোসেন দুর্দান্ত এক গোল করে ম্যাচে প্রত্যাবর্তনের আশা জাগিয়েছিলেন। এরপর একের পর এক আক্রমণ চালালেও সমতায় ফিরতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

হামজা চৌধুরী, ফয়সাল ফাহিম, আল-আমিনরা শেষ বাঁশি পর্যন্ত লড়াই করেছেন, তবে গোলের সামনে ফিনিশিংয়ে ব্যর্থতা বারবার হতাশ করেছে সমর্থকদের। ম্যাচটি হারলেও দ্বিতীয়ার্ধের আগ্রাসী ফুটবল ফুটবলপ্রেমীদের কিছুটা হলেও সন্তুষ্ট করেছে।