Bangladesh vs Srilanka 2nd Test: ৮ উইকেট বাংলাদেশের সংগ্রহ মাত্র ২২০

Sri Lanka vs Bangladesh 2nd Test

গল টেস্টের প্রথম দিনে শান্ত ও মুশফিকের দৃঢ় ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। তবে কলম্বো টেস্টের শুরুটা হলো সম্পূর্ণ ভিন্ন রূপে—এবার প্রথম দিনেই ধসে পড়েছে টাইগার ব্যাটিং লাইনআপ। বৃষ্টির কারণে খেলা সীমিত হলেও দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ৮ উইকেটে ২২০ রান, যেখানে প্রথম ইনিংসে এই মাঠে গড় স্কোর ৩২৫।

দিনের শুরুতে বাংলাদেশ দ্রুত হারিয়ে ফেলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এনামুল হক বিজয়ের বাজে ফর্ম অব্যাহত থাকল এই টেস্টেও—টানা দুই ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থ তিনি। এরপর শান্ত ও মুশফিক মিলে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেননি।

লাঞ্চের পর কিছুটা ঘুরে দাঁড়ালেও, দ্বিতীয় সেশনের শেষদিকে লিটন দাসের বিদায়ে আবার ছন্দপতন ঘটে। ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশার দাপটে টালমাটাল হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। তার বলেই মিড উইকেটে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন গল টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। ৭৫ বলে ৩৫ রান করেন তিনি।

এরপর বিশ্ব ফার্নান্দোর বলে থিতু হওয়া মেহেদী হাসান মিরাজ আউট হন ৩১ রানে। ভেঙে যায় নাঈম হাসানের সঙ্গে তার ৩৭ রানের জুটি। নাঈমও পরে বোল্ড হন আসিথা ফার্নান্দোর বলে, করেন ২৫ রান।

লঙ্কান বোলারদের মধ্যে সোনাল দিনুশা, বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান থারিন্দু ও ধনাঞ্জয়া।

প্রথম দিন শেষে উইকেটে আছেন তাইজুল ইসলাম (৯ রান) ও এবাদত হোসেন (৫ রান)। কালকের দিনে টাইগারদের চাওয়া থাকবে দ্রুত কিছু রান যোগ করে লড়াইয়ে টিকে থাকার। তবে প্রথম দিনের চিত্রে ব্যাটিং ব্যর্থতাই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের দুর্বলতা।