আবারও ঐক্যের আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ

Hasnat abdullah

বিরাজমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আবারও জাতীয় ঐক্যের ডাক দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, “জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী সব শক্তির প্রতি আহ্বান—যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “আমরা সবাই এক হয়েছিলাম বলেই দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড-বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশি দোসররা আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে।”

অবশেষে তিনি বলেন, “দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম। এবারও আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বদেশ বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য নয়, এই ঐক্য হতে হবে দেশের জন্য।”