জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন:
“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”
তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে একে হাইকোর্ট ও বিচারব্যবস্থার প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে এটিকে রাজনৈতিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন।
সারজিস আলমের এই মন্তব্য আসে এমন সময়, যখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে একইদিনে হাইকোর্ট এক আদেশে জানিয়ে দেয়, ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।
বিশ্লেষকরা বলছেন, সারজিস আলমের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে, বিশেষ করে যখন দেশের বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে কোনো রাজনৈতিক নেতা।