কক্সবাজারে মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সৈকতে তাদের দেখা যাওয়ার পর নানা প্রশ্নের জন্ম দেয়। তবে জানা গেছে, এটি ছিল একটি যৌথ দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষণ কর্মসূচি।
রবিবার (১৮ মে) শুরু হওয়া এ প্রশিক্ষণ বুধবার (২১ মে) সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়। মার্কিন সেনা ও বিমানবাহিনীর নয় সদস্যের একটি দল কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ সদস্যকে প্রশিক্ষণ দেন। মূলত ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের সময় মানুষ উদ্ধারের কৌশল শেখাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, “এই প্রশিক্ষণ আমাদের উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করবে। মার্কিন দূতাবাসের সহায়তায় প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
প্রশিক্ষণের শেষ পর্ব অনুষ্ঠিত হয় কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেইলিং পয়েন্টে। অংশগ্রহণকারীদের হাতে সনদও তুলে দেওয়া হয়েছে।