কু‌ড়িগ্রা‌ম সীমান্তে ১৪ জনকে পুশইন‌ ঘিরে উত্তেজনা

14 people were pushed into the Kurigram border

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোররাতে বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ড এলাকায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভারত থেকে ৯ জন পুরুষ ও ৫ জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এসময় সীমান্তে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে বিজিবির পক্ষ থেকে গুলাগুলির ঘটনা অস্বীকার করা হয়েছে।

বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা বর্তমানে এলাকার জনগণের সহায়তায় সীমান্তে কড়া অবস্থানে রয়েছেন। সকাল সাড়ে আটটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পুশইনকৃত ১৪ জন এখনো নোম্যান্সল্যান্ডেই অবস্থান করছেন। তারা নিজেদের ভারতের বান্দরবান জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভাবে কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। তারা এখনো দুই দেশের শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি।”

বিজিবি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।

এখন পর্যন্ত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা না হলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।