বাসায় নিথর দেহে মা খালেদা জিয়া, দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান

khaleda zia body tarique rahman prayer

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে পতাকা মোড়ানো লাশবাহী গাড়ি গুলশান-২-এর ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। এ সময় গাড়িটির চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বাসায় পৌঁছানোর পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মায়ের মরদেহবাহী গাড়ির পাশে একটি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান।

এই বাসাতেই বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

তারেক রহমানের বাসায় উপস্থিত আছেন তার সহধর্মিণী জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীনসহ দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত রয়েছেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই ওই এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। এ কারণে সকাল থেকে সংসদ ভবনসংলগ্ন কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।