পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লিসবনের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান নিশান। পর্তুগালের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও আঞ্চলিক নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
নবনির্বাচিত সভাপতি রানা তাসলিম উদ্দিন উপস্থিত অতিথিদের সামনে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং তাদের উত্তরীয় পরিয়ে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন রানা তাসলিম উদ্দিন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীন সাঈদ ও কবি মোরশেদ কামাল।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান নিশান, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাবরিনা পারভীন এনি, সাংস্কৃতিক সম্পাদক সাঈদ শাকির হাসান, তথ্য ও যোগাযোগ সম্পাদক ফওজিয়া সানি, আইটি ও ইভেন্ট সম্পাদক মরিয়ম সুলতানা মারিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা চৌধুরী সোনিয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফৌজিয়া খাতুন রানা।
যুব কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন নাইমা বেথি, মাহদী জয়, রামজী ইসলাম, ফারহানা জামান তন্দ্রা, ফরিদ শেখ, মো. শাহীন, লাবনী খাতুন, সাইফুল জনি, মোহাম্মদ কাওছার ও সমির দেবনাথ। উপদেষ্টা পরিষদে আছেন সিদ্দিকুর রহমান, শের আলী ভূঁইয়া, মুকুল হোসেন, জিয়া উর রহমান, হারুন উর রশীদ, এম কে নাসির, তারেক আহমদ, এনামুল হক, আহমেদ লিটন ও তানভীর সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী রনি হুসাইন, মোরারিয়া ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মাছুম আহমেদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), তরুণ কমিউনিটি নেতা ইকবাল হুসাইন কাঞ্চন এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ।
অনুষ্ঠানের শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি রানা তাসলিম উদ্দিন বলেন, “পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে আমাদের সংগঠন কাজ করবে। প্রবাসীদের কল্যাণে আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করব।”