পূবালী ব্যাংকের ওয়েবসাইট আজ শনিবার দুপুর থেকে অচল হয়ে পড়ার ঘটনায় সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে যে তারা ব্যাংকের সাইটটি হ্যাক করেছে।
ব্যাংকের ওয়েবসাইটে (https://www.pubalibangla.com/) প্রবেশ করলে “HTTP Error 503 – Service Temporarily Unavailable” লেখা দেখা যাচ্ছে, যা সাধারণত সার্ভারের অস্থায়ী সমস্যা বা রক্ষণাবেক্ষণের কারণে হয়। তবে হ্যাকার গ্রুপের দাবির পর থেকে এই ঘটনাকে সাইবার হামলার সাথে যুক্ত করা হচ্ছে।
সিলেট গ্যাং এসজি নামের একটি গ্রুপ সামাজিক মাধ্যমে পূবালী ব্যাংকের ওয়েবসাইট ডাউনের একটি ছবি পোস্ট করেছে এবং এটিকে তাদের হামলার ফল বলে দাবি করেছে। তারা তাদের দাবির পক্ষে চেক হোস্ট লিংকও প্রদান করেছে।
ব্যাংক কর্তৃপক্ষ এখনো এই ঘটনা সম্পর্কে কোনো সরকারি বক্তব্য দেয়নি। তবে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনায় একটি বিস্তারিত তদন্তের প্রয়োজন।
এর আগে গত সোমবার (২২ জুলাই) থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট ও হ্যাক হয়। ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে দেখা যায় (https://www.bb.org.bd) লেখা ‘Hacked by The Resistance’। হ্যাকাররা ওয়েবসাইটে পুলিশ সদস্য, কুকুরসহ কয়েকজনের ছবি দিয়ে রেখেছে। যেখানে লেখা রয়েছে operation HuntDown, Stop Killing Students, এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটও হ্যাক করেছিল এই গ্রুপটি। এছাড়াও কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একাধিক বার্তা রয়েছিল।